ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২
আজকের সর্বশেষ সবখবর

স্কুল ছাত্রীকে উত্যাক্তের প্রতিবাদ, চাচাকে মারধর

দৈনিক সৈকত সংবাদ
মার্চ ১৪, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
পঠিত: 435 বার
Link Copied!

অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে সোলায়মান (১৮) নামের এক বখাটে উত্যাক্তের প্রতিবাদ করায় চাচা রুহুল আমিনকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার আমতলী থানায় অভিযোগ দেয়া হয়েছে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকায়।

জানাগেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার এক স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে সোলায়মান তালুকদার উত্যাক্ত আসছে এমন অভিযোগ স্কুল ছাত্রীর।

গত বৃহস্পতিবার রাতে স্কুল ছাত্রীকে উত্যাক্তের বিষয়টি চাচা রুহুল আমিন বখাটে সোলায়মানের পরিবারের কাছে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোলায়মান তার সহযোগী রুস্তুম হাওলাদার ও পরিবারের লোকজন স্কুল ছাত্রীর চাচা রুহুল আমিনকে মারধর করে।

এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ওই রাতে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

গত পাঁচদিন ধরে রুহুল আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সোমবার আমতলী থানায় অভিযোগ দেয়া হয়েছে।

স্কুল ছাত্রী বলেন, প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে সোলায়মান আমাকে উত্যাক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাব প্রত্যাখান করি। এতে ক্ষিপ্ত হয়ে আরো বেশী উত্যাক্ত করে সে। পরে আমি এ ঘটনা মাকে জানিয়ে দেই।

স্কুল ছাত্রীর চাচা রুহুল আমিন বলেন, আমার ভাইয়ের মেয়েকে উত্যাক্ত করার বিষয়টি সোলায়মানের পরিবারের কাছে জানালে তারা ছেলের বিচার না করে উল্টো আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে সোলায়মান অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক জেরে মারধরের ঘটনা ঘটেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোর্শ্বেদ আলম বলেন, রুহুল আমিনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।