ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

ইট ভাটায় করাত কল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আমতলী প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ
পঠিত: 322 বার
Link Copied!

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৩টি ড্রাম চিমনি ইট ভাটায় করাত কল বসিয়ে কাঠ দিয়ে ইট পোরানোর অভিযোগে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আগামী সাত দিনের মধ্যে ভাটা থেকে করাত কল সরিয়ে নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের নুরুজ্জামান হাওলাদারের মালিকানাধীন এডিবি ও খাকদান গ্রামে জসিম মৃধার মালিকানাধীন মৃধা ব্রিক্রস এবং একই গ্রামের ফাইভ স্টার নামে তিনটি ড্রাম চিমনি ইটভাটা স্থাপন করে দীর্ঘদিন অবৈধ পন্থায় ভাটা পরিচালনা করে আসছে। এছাড়া শুরু থেকেই ভাটার অভ্যন্তরে তারা করাত কল বসিয়ে কাঠ দিয়ে ইট পুড়িয়ে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করে আসছে।

ওই অভিযোগের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে এডিবির মালিক মো. নুরুজ্জামানকে ৭০ হাজার, মৃধা ব্রিকস এর মালিক জসিম মৃধাকে ৫০ হাজার এবং ফাইভস্টার ব্রিকসের মালিক মধু মৃধাকে ৫০ হাজারসহ মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করে ভাটার অভ্যন্তরে বসানো করাত কল আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, ভাটা ৩টিতে অভিযান পরিচালনা করে দেখা যায় ভাটার অভ্যন্তরে করাত কল বসিয়ে অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোরানো হচ্ছে। এ অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুসারে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা এবং আগামী সাত দিনের মধ্যে করাত কল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।