বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে আবু কালাম (৬৫) নামের এক বৃদ্ধকে মারধর ও কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। শুক্রবার (১১ মার্চ) দুপুরে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, প্রতিদিনের মতো আবু কালাম নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করতে ঔষধ দিতে যায়। এ সময় জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে রাসেল, গনি ও আলমগীরসহ ৭-৮ জন আবু কালামকে পেছন থেকে হামলা করে বেধড়ক মারধর করেন। এতে তার মুখের ২টা দাঁত পড়ে যায় ও কান কেটে নেয়। এ সময় তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে আসলে তাকেও মারধর করেন।
পরে স্থানীয়রা আবু কালাম ও তার স্ত্রীকে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আবু কালামের ছেলে আরিফ বলেন, প্রতিবেশী রাসেলের সঙ্গে জমিজমা নিয়ে ঝামেলা আছে। তারই জের ধরে বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। এ সময় আমার মাকেও পিটিয়ে আহত করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রাসেলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন ধরেননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।