ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫
আজকের সর্বশেষ সবখবর

গ্রিস-তুরস্ক টানাপড়েনের কারণ কী?

সৈকত সংবাদ
আগস্ট ৮, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ
পঠিত: 141 বার
Link Copied!

তুরস্ক এবং গ্রিস উভয়ই প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্য। একত্রিত থাকতে এবং শত্রুপক্ষের হাত থেকে যেকোনো সদস্য দেশকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাটো। কিন্তু তা সত্ত্বেও এই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক মোটেও ভাল নয়। প্রায়ই বিবাদে জড়ায় তারা। তাদের এই টানপড়েনের কারণ কী?

গ্রিসের প্রতিরক্ষা বাজেট দেখলে বোঝা যায় তারা কতটা চিন্তায় রয়েছে। বার্ষিক বাজেটে যে কোনো ন্যাটো সদস্যের চেয়ে তারা প্রতিরক্ষায় বেশি ব্যয় করে (৩.৮ শতাংশ)। পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তেল কিংবা গ্যাসের মতো মূল্যবান কোনো সম্পদ নিয়ে নয়, বরং সমুদ্র সীমান্ত নিয়েই দুই দেশের মধ্যে এই দ্বন্দ্ব।

১৯৯৬ সালে ইমিয়ার একটি ছোট জনবসতিহীন দ্বীপ নিয়ে দুই পক্ষ বিবাদে জড়ায়। একটুর জন্য তা যুদ্ধ অবধি গড়ায়নি। ২০২০ সালে ফের একটি ভূখণ্ড নিয়ে মারাত্মক বিবাদ শুরু হয়। এবার পরের সপ্তাহে, তুরস্কের একটি জাহাজ প্রাকৃতিক গ্যাস খোঁজার জন্য রওনা দেবে। সবমিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

এর আগে ন্যাটো নেতারা দুই দেশের মধ্যে সংঘর্ষ প্রতিরোধ করতে বাধ্য হয়েছেন। ২০২০ সালে জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল দুই দেশের মধ্যে মধ্যস্থতায় মুখ্য ভূমিকা পালন করার সময় ইইউ নেতাদের সমর্থন পেয়েছিলেন।

এখন, পূর্ব এজিয়ানের বেশ কয়েকটি দ্বীপের উপর গ্রিসের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তুরস্ক। দ্বীপগুলো হলো রোডস, লেসবোস, সামোস এবং কোস। গ্রিসের দাবি, এই গ্রিক দ্বীপগুলির উপর দিয়ে নিয়মিত জেট ওড়ানোর অনুমতি দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ।

গ্রিস তুরস্ক যুদ্ধের পর ১৯২৩ সালের লুসানের চুক্তি অনুযায়ী দুই দেশের বর্তমান সীমানা ঠিক হয়েছিল। লেসবস, চিওস, সামোস এবং ইকারিয়ার দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণের ভার দেয়া হয় গ্রিসকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৭ সালের প্যারিস চুক্তিতে ইতালি ডোডেকানিজ দ্বীপপুঞ্জ গ্রিসের কাছে হস্তান্তর করে। কিন্তু চুক্তিতে দ্বীপগুলো নিরস্ত্রীকরণের কথা বলা হয়। কোনোরকম সেনা মোতায়েন করা যাবে না এমনই বলা হয়েছিল। কিন্তু তুরস্কের পশ্চিম উপকূলে আত্মরক্ষার প্রয়োজনে সেনা মোতায়েন রেখেছে বলে দাবি করে আসছে গ্রিস।

সম্প্রতি দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। তুরস্কের জাতীয়তাবাদী এমএইচপি পার্টির নেতা এবং প্রেসিডেন্ট এরদোয়ানের একেপির জোট অংশীদার ডেভলেট বাহচেলি একটি ছবি তোলার অনুমতি দেন। সেই ছবিতে তার সঙ্গে থাকা মানচিত্রে পূর্ব এজিয়ানের সবথেকে বড় দ্বীপ ক্রিটকে তুরস্কের অংশ হিসাবে দেখানো হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়েও তুরস্কের রাজনীতিকরা চিন্তিত। আগামী বছর তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন এবং নতুন পার্লামেন্ট গঠনের কথা। এরদোয়ান এবং তার একেপি সমর্থকরা আশঙ্কা করছেন এই নির্বাচনে বড় ধাক্কা আসতে পারে। মূল্যস্ফীতির ফলে দেশের মানুষ নাজেহাল। তাই বিদেশি নীতিতে জোর দিয়ে জনগণকে তাদের প্রকৃত উদ্বেগের জায়গা থেকে দূরে সরিয়ে রাখার প্রবণতা বাড়ছে।

এদিকে গ্রিক টিভিতে সাবেক ভাইস-অ্যাডমিরাল ইয়ানিস এগোলফপুলোস তুরস্ককে ‘শিক্ষা’ দেয়ার কথা বলেছেন। তার কথায়, ‘তুরস্ককে প্রথমে পদক্ষেপ নিতে দিন, তারপরে তাদের যেকোন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তুর্কিরা তা ভাবতেও পারছে না।’

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস ওয়াশিংটনে তুরস্কের নাম না করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন তাদের অস্ত্র না বিক্রি করে। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ভাষণও দেন তিনি। তার বার্তা, ইউক্রেনের পরে, ন্যাটো তার দক্ষিণ-পূর্ব প্রান্তে কোনো অস্থিরতা মেনে নেবে না। সেই সফরে মিতসোতাকিস এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়টিও চূড়ান্ত করেন।

কিন্তু এর কয়েক সপ্তাহ পরে মাদ্রিদে একটি ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট বাইডেন ফাইটার জেট সরবরাহের সম্ভাবনার কথা বলেন। এর ফলে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের জন্য তুরস্কের সমর্থন নিশ্চিত করা যাবে।

যদিও ইউক্রেনের যুদ্ধে তুরস্ক সরকার লাভবান হয়েছে। রাশিয়ার তৈরি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে তুরস্কের সঙ্গে অসন্তোষের কথা ওয়াশিংটন ভুলে গিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। সংকটের সময়ে ন্যাটোর সদস্যদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মনে করছেন তারা।

সূত্র: ডয়চে ভেলে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।