২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে স্মৃতি মঞ্চে সকাল ১০টায় এফ এম মেজবাহ উল হক, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ হাফিজুর রহমান, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহবুব আলম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বরগুনা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন মোঃ আলতাফ মাহমুদ (সহকারি জজ) বরগুনা, মোঃ শিহাবুর রহমান (সহকারি জজ) বরগুনা, মোঃ নজরুল ইসলাম (সহকারি জজ) বরগুনা, মোঃ রাসেল মজুমদার (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) বরগুনা, মোঃ নাহিদ হোসেন (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) বরগুনা, আহমদ সাঈদ (যুগ্ন জেলা ও দায়রা জজ) বরগুনা, সরকার কবির উদ্দিন (অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) বরগুনা, অ্যাড. সঞ্জীব দাস (সভাপতি বরগুনা প্রেসক্লাব), অ্যাড. ভুবন চন্দ্র হাওলাদার (পিপি জেলা ও দায়রা জজ আদালত) বরগুনা, অ্যাড. মোঃ মজিবুর রহমান (জিপি জেলা ও দায়রা জজ আদালত) বরগুনা সহ বরগুনা বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।