জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান এবার প্রতারকের ক্ষপ্পরে পরেছেন। তবে বাস্তবে নয় বরিশাইল্লা মনু নামে ঈদের বিশেষ নাটক প্রতারকের ক্ষপ্পরে পরেছেন তিনি।
মোহন আহম্মেদের রচনায় ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছন ফারহান আহম্মেদ জোবান ও মুমতাহিনা চৌধুরী টয়া। এ ছাড়াও নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরগুনার সাংবাদিক হাইরাজ মাঝি।
প্রধান সহকারী পরিচালক রতন রহমান জানান, নাঈম ফুয়াদের চিত্রগ্রহণে বর্তমান প্রেক্ষাপট নিয়ে নটকটি নির্মাণ করা হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, মাকে নিয়ে চাকরির উদ্দেশ্য বরিশাল থেকে শহরে আসে জোবান। এসেই তিনি বিভিন্ন ঝামেলায় জরিয়ে পরে। এরপর একটি ই-কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারে পা দেন তিনি। অধিক মুনাফার আসায় ও কম দামে মালামাল পাওয়ার জন্য।সাধারন মানুষের টাকা নিয়ে অফিসে জমা রাখতেন। ঘটনা চক্রে হঠাৎ কোম্পানিটি লাপাত্তা হয়ে যায়।
ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।