ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৩
আজকের সর্বশেষ সবখবর

মালবাহী জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ডুবি

ডেস্ক রিপোর্ট
মার্চ ২০, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
পঠিত: 134 বার
Link Copied!

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিল। তাদের অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নৌপুলিশ নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, বন্দর থানার আল আমিন নগর ও ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এম এল শাহাবুদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।