ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছরের কনের সঙ্গে ৩৯ বছরের বর, বিয়ে কারাগারে

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
পঠিত: 380 বার
Link Copied!

খুলনা জেলা কারাগারে দুই বন্দির বিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। সোমবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কারাগারের হাজতি খুলনার রায়পাড়ার রফিকুল ইসলাম বাবুর সঙ্গে একই এলাকার সুখমনির বিয়ে হয়।

কারাগারের সুপার মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের নির্দেশে এই বিয়ে হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল সুপার মো. ওমর ফারুক, জেলার মো. তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন, ডেপুটি জেলার মো. নূর-ই-আলম সিদ্দিকী, সার্জেন্ট ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পদে নিয়োজিত কারা কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, কারাগারের অফিস কক্ষে খুলনা জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে ৩৯ বছর বয়সী বন্দি রফিকুলের সঙ্গে ১৫ বছর বয়সী বন্দি সুখমনির বিয়ে হয়। খুলনা থানার মামলায় গত ২০২০ সালের ১৭ ডিসেম্বর থেকে তারা কারাগারে রয়েছেন।

বাংলা ট্রিবিউন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।