ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৬
আজকের সর্বশেষ সবখবর

৯ জুলাই আমিরাতে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক
মে ২৪, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
পঠিত: 314 বার
Link Copied!

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা জ্বিলহজ মাসের ১০ তারিখ উদযাপিত হয়। তবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে সেটা নির্ভর করে চাঁদ দেখার ওপর।

তবে ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তার সম্ভাব্য দিন জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেই জানা যায়। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটি এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২৩ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৯ জুলাই (শনিবার) আমিরাতে ঈদুল আজহার প্রথম দিন হতে পারে।

আমিরাতের রাষ্ট্রীয় ক্যালেন্ডার অনুসারে, ঈদুল আজহার আগের দিন অর্থাৎ আরাফাতের দিন ছুটি থাকে। এর ফলে দেশটির বাসিন্দারা জ্বিলহজ মাসের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত টানা চারদিন ঈদের ছুটি পান। এ বছর আমিরাতবাসী ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ঈদের ছুটি পাবেন।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশ ঈদ উদযাপিত হয়। আমিরাতে আগামী ৯ জুলাই ঈদুল আজহার প্রথম দিন হলে বাংলাদেশের পরদিন অর্থাৎ ১০ জুলাই ঈদ উদযাপিত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।