আমতলীতে ৫মাংসের দোকানে অভিযান পরিচালনা করে ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম।
বুধবার সকাল ৬টায় এ অভিযান পরিচালনা করা হয়। আমতলী পৌরসভার সরকারী একেস্কুল সংলগ্ন ও বাঁধঘাট নতুন বাজারে অবস্থিত ৫ মাংসের দোকানে বুধবার সকাল ৬টায় অভিযান পরিচালনা করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই ও ভেজাল মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে সরকারী একেস্কুল সংলগ্ন কসাই জলিলকে ২৫হাজার, নতুন বাজারের শাহজাহান দুয়ারিকে ২০ হাজার, আব্দুর রহমানকে ২০ হাজার, শাহজাহান মৃধাকে ২০ হাজার ও জাকির আকনকে ২০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম।
এসময় তার সাথে ছিলেন আমতলী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল ইসলাম ও আমতলী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. কবির হোসেন