ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের উদ্ধারকৃত ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাবিকদের সঙ্গে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহও রয়েছে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।
তিনি বলেন, জাহাজটিতে কারা হামলা করেছে আমরা সে বিষয়ে এখনো নিশ্চিত নই। তবে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে রাশিয়া।
বুধবার (২ মার্চ) রাতে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার বরগুনার হাদিসুর রহমান নিহত হন। এরপর বাকি ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ঢাকায় রাশিয়ার দূতাবাস ব্যাখ্যাও দিয়েছে। রাশিয়াও তদন্তের আশ্বাস দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।