ঢাকাশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৮
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করা যাবে

ডেস্ক রিপোর্ট
জুন ২, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
পঠিত: 399 বার
Link Copied!

বিশ্বের জনপ্রিয়তম ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে। সাম্প্রতিক সময়েও ব্যবহারকারীরা বেশ কিছু নতুন ফিচার পেয়েছেন, আবার কিছু ফিচার এখনো পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে।

এক্ষেত্রে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটিকে এবার এমন একটি ফিচার নিয়ে কাজ করতে দেখা গেছে, যা ব্যবহারকারীদের অভিনব সুবিধা দেবে। আর তা হলো, কোনো মেসেজ পাঠানোর পরেও সেই মেসেজটি এডিট করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। সোজা কথায় বললে, এবার মেসেজে কোনো বানান ভুল বা টাইপিং মিস্টেক থাকলে সেটিকে ডিলিট না করে এডিট করে নিতে পারবেন ইউজাররা।

বরাবরের মতো এবারও হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটির তথ্য প্রকাশ্যে এনেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।

আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে ওয়েবেটাইনফো। ওই স্ক্রিনশটে দেখা গেছে যে, ব্যবহারকারীরা যখন অপর কাউকে পাঠানো কোনো মেসেজকে সিলেক্ট করবেন তখন এই নতুন ফিচারটির বদৌলতে কপি এবং ফরওয়ার্ড অপশনের পাশাপাশি একটি এডিট অপশনও দেখা যাবে। এডিট বাটনটিকে সিলেক্ট করে ব্যবহারকারীরা কোনো মেসেজ কাউকে সেন্ড করার পরেও সেটিতে থাকা ভুল বানান কিংবা টাইপিং মিস্টেক জাতীয় ত্রুটি শুধরে নিতে পারবেন। সেক্ষেত্রে আর মেসেজটিকে ডিলিট করে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না।

তবে পাঠানো মেসেজ এডিট করা হলে, এডিটের বিষয়টি প্রাপক জানতে পারবেন কিনা বা এডিট হিস্টোরি দেখতে পাবেন কিনা, সে সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি ওয়েবেটাইনফো। এছাড়া মেসেজ পাঠানোর কতক্ষণ পর তা এডিট করা যাবে কিংবা মেসেজটি ‘সিন’ করা হলে এডিট করা যাবে কিনা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে অ্যান্ড্রয়েড এর জন্য হোয়াটসঅ্যাপ বিটা-তে এই ফিচারটিকে টেস্ট করা হচ্ছে, তবে আগামী দিনে অ্যাপটির আইওএস এবং ডেস্কটপ-এর বিটা ভার্সনেও এই ফিচারটিকে উপলব্ধ করা হবে। যেহেতু এখন এই ফিচারটি বিকাশের অধীনে রয়েছে, তাই এটির স্টেবল রোলআউট সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যাইহোক, খুব শিগগির সর্বসাধারণের ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ এই ফিচারটিকে নিয়ে আসবে বলে আশা করা যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।