চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪২.২৪ গ্রাম হিরোইনসহ দুই যুবকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার পৌরসভার লঞ্চ টার্মিনালের প্রবেশপথের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনীর ভিতরে হিরোইন ক্রয় বিক্রয় করার সময় ইলিয়াস (১৯) ও মো. আল মামুন (১৫) আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশী করে ৪২.২৪ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
আটককৃত ইলিয়াছ আমতলী উপজেলার পশ্চিম আঠারগাছিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। অপরজম মো. আল মামুন পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বাজারঘোনা গ্রামের আ. ছত্তার শিকদারের ছেলে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।