আমতলী শহরে হাতি দিয়ে চাঁদা বাজির কারনে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। সোমবার সকাল থেকে একটি হাতি দিয়ে মাহুত চাঁদা বাজি করছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
জানা গেছে, সোনার বাংলা সর্কাসের একটি হাতি দিয়ে মাহুত সাগর সোমবার সকাল থেকে আমতলী পৌর শহরের মাছ বাজার, হাসপাতাল সড়ক, কলেজ সড়কসহ বিভিন্ন সড়কে দোকানে দোকানে গিয়ে হাতি নিয়ে চাঁদা বাজি করছে। কোন দোকান টাকা না দিলে হাতি সেখান দাড়িয়ে থাকে। নিরুপায় হয়ে দোকানদার ভয়ে টাকা দিয়ে হাতির যন্ত্রনা থেকে রক্ষা পাচ্ছে।
মাছ বাজারের ব্যবসায়ী খালাম অভিযোগ করে বলেন, মাহুত সাগর হাতি নিয়ে দোকানের সামনে এসে টাকার জন্য দাড়িয়ে থাকে। এসময় হাতি তার শুরু উচু করে দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়। ভয়ে তখন আমরা টাকা দিয়ে তারা হুরা করে হাতিকে বিদায় করি।
হাসপাতাল সড়কের ব্যবসায়ী কালাম অীভযোগ করে বলেন, হাতি দিয়ে মাহুত প্রতি দোকান থেকে ৪০-৫০ টাকা করে চাঁদা বাজি করছে।
হাতির মাহুত সাগর বলেন, হাতিকে খাওয়ানোর জন্য দোকানে দোকানে গিয়ে সামান্য টাকা তুলি। এছাড়া আর কিছু নয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, হাতি দিয়ে চাঁদা বাজির বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।