ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

হাইকোটের আদেশ অমান্য করে চাষ, বৃদ্ধকে হত্যার হুমকি

আমতলী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
পঠিত: 90 বার
Link Copied!

হাইকোটের আদেশ অমান্য করে ফসলী জমি চাষ করেছে বলে অভিযেপগ পাওয়া গেছে। বৃদ্ধ সোনা মিয়া (৬৫) এমন অভিযোগ করেন।

বৃদ্ধ সোনা মিয়া আরো অভিযোগ করেন প্রভাবশালী ভূমি দস্যু জাকির বিশ্বাস, মামুন বিশ্বাস ও ফিরোজ বিশ্বাসসহ তার সহযোগীদের ভয়ে তিনি ঘর থেকে বের হতে পারছেন না। গত সাত দিন ধরে তিনি ঘরে অবরুদ্ধ।

রবিবার এ ঘটনায় তিনি আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে।

জানাগেছে, ১৯৮২ সালে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া মৌজায় সোনা মিয়া সরিপ আলীর কাছ থেকে ১১.৮৭ একর জমি ক্রয় করেন। ওই জমি জাকির বিশ্বাস, ফিরোজ বিশ্বাস, শিল্পী রানী ও তার লোকজন জোরপুর্বক দখল করে নেয়। বৃদ্ধ সোনা মিয়া ২০১১ সালে শিল্পী রানীকে বিবাদী করে ওই জমির বিরুদ্ধে বরগুনা জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।

ওই মামলাটি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সোনা মিয়ার পক্ষে স্থাগিতাদেশ দেন আদালত। পরে ওই আদেশ বরগুনা জেলা জজ আদাতলের আপিল বিভাগ প্রত্যাহার করে দেন। জেলা জজ আদালতের আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে সোনা মিয়া হাইকোর্টে মামলা করেন।

হাইকোর্টের বিচারক একেএম শহিদুল হক গত বছর ১৩ ডিসেম্বর নিয়ে আদালতের আদেশ ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন। অপর দিকে ১৯৭৭ সালে একই মৌজায় কাছেম আলী ছত্তার মল্লিকের কাছ থেকে ১০ একর জমি ক্রয় করেন।

ওই জমি খাদিজা বেগম তার দাবী করে পটুয়াখালী জেলা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় খাদিজার পক্ষে ডিগ্রী দেন আদালত। পটুয়াখালী জজ আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে ছত্তার মল্লিকের স্ত্রী রোকেয়া বেগম হাইকোর্টে মামলা করেন। ওই মামলাটি নিয়ে আদালতের রায় ৬ মাসের জন্য স্থাগিতাদেশ দেন। কিন্তু হাইকোটের আদেশ অমান্য করে জাকির বিশ্বাস, মামুন বিশ্বাস, ফিরোজ বিশ্বাস, শিল্পী রানী ও খাদিজার নেতৃত্বে ২০-২৫ লোক মুগ ডাল ক্ষেতের ফসলী জমি চাষ করেছে।

সোনা মিয়া জমি চাষে বাঁধা দিলে তারা তাকে জীবন নাশের হুমকি দেয়। গত ৭ দিন ধরে সোনা মিয়া ঘরে অবরুদ্ধ আছেন এমন দাবী সোনা মিয়ার। ঘর থেকে বের হলেই তাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছেন তারা। বৃদ্ধ সোনামিয়া এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, জাকির বিশ্বাস, ফিরোজ বিশ্বাস, মামুন বিশ্বাস, শিল্পী রানী ও খাদিাজর নেতৃত্বে অনেক লোকজন এসে জমি চাষাবাদ করেছে। তারা প্রকাশ্যে সোনা মিয়াকে হত্যার হুমকি দিয়েছে। সোনা মিয়া তাদের ভয়ে ঘর থেকে বের হচ্ছে না।

বৃদ্ধ সোনা মিয়া কান্নাজনিত কন্ঠে বলেন, হাইকোটের আদেশ অমান্য করে জাকির বিশ্বাস, ফিরোজ বিশ্বাস, মামুন বিশ্বাস, শিল্পী রানীসহ ২০-২৫ জনে ট্যাক্টর মেশিন দিয়ে আমার জমির মুগডাল ক্ষেত চাষাবাদ করেছে। আমি বাঁধা দিলে আমাকে জীবন নাশের হুমকি দেয় তারা। আমি তাদের বয়ে ঘর থেকে বের হতে পারছি না। সত সাত দিনে ধরে ঘরেই আছি। আমি এ ঘটনার বিচার চাই।

রোকেয়া বেগম বলেন, হাইকোটের আদেশ অমান্য করে জাকির বিশ্বাস, ফিরোজ বিশ্বাস, শিল্পী রানী লোকজন নিয়ে এসে আমার জমি চাষাবাদ করেছে।

অভিযুক্ত ফিরোজ বিশ্বাস জমি চাষাবাদের বিষয়টি অস্বীকার করে বলেন, হাইকোটের আদেশের মেয়াদ শেষ হয়ে গেছে।

আমতলী থানার ওসি মো. একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।