বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনের বদলি ও অপসারণের দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৯ টা থেকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে কর্মবিরতি পালন করে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। এতে ২২ জন স্বাস্থ্য সহকারী ও ১৫ জন সিএইচসিপি অংশ গ্রহণ করেন।
এসময় উপজেলা স্বাস্থ্যসহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়াসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মচারিরা বক্তব্য রাখেন।
বক্তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুনের দ্রুত অন্যত্র বদলি পূর্বক সংশ্লিষ্টদের নিকট অপসারণের দাবি করেন এবং তাদের সঙ্গে অসদাচরণ, হয়রানি করা, চাকুরিচ্যুত করার হুমকি, ভাতা-সম্মানি প্রদানে উৎকোচ নেয়া, ভূয়া বিল উত্তোলন, হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টার মেরামাতের কাজ বাস্তবায়নে অসযোগিতাসহ অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
এর আগে গত ১৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ের কর্মচারিরা।