ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৫
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ২:১১ অপরাহ্ণ
পঠিত: 54 বার
Link Copied!

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও এমপিওভ‚ক্ত করনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরগুনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা বরগুনা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শওকত আলী মাস্টার, সাধারন সম্পাদক মোঃ গোলাম রহমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয়করন করতে হবে এবং ২০১৮ সালের মাদরাসা নীতিমালা বাস্তবায়ন-সহ ৮দফা দাবী তুলে ধরেন। এরপর জেলা প্রশাসক হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।