প্রবাসীদের সহযোগিতায় বরগুনার পর্যটন কেন্দ্র সুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোটের স্থানীয় জনসাধারণের মধ্যে সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বরগুনা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল ইসলাম টিটুর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, পল্লী বিদ্যুতের এজিএম মোহাম্মদ এ হালিম খান, একুশে টিভির বরগুনা প্রতিনিধি জয়দেব রায়, নিউজ টুয়েন্টিফোরের বরগুনা প্রতিনিধি সুমন সিকদার, সমাজসেবক শাহিন মোল্লা প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন সুরঞ্জনার ব্যবস্থাপনা পরিচালক নাজনিন নিতু।
এ সময় ৮০জন নারী শিশু ও বয়স্কদের মধ্যে কম্বোল ও জ্যাকেটসহ শিশুদের পোশাক বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।