ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে প্রতারণার অভিযোগে যুবক আটক

দৈনিক সৈকত সংবাদ
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
পঠিত: 128 বার
Link Copied!

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশ পরিচয়ে আসামির পরিবারের লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে আটক করা হয়েছে।

আসামির পরিবারের পক্ষ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর পর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আরও তথ্য থাকলেও তদন্তের স্বার্থে এখন সবকিছু বলা যাচ্ছে না। অন্য আসামিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান ঘটনার দিন (১৩ ফেব্রুয়ারি) আসামির তথ্য এবং আসামির পরিবারের মোবাইল নাম্বার কিভাবে আটক সাদ্দামের কাছে পৌঁছালো এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।