ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চে আগুন : দুই যমজ মেয়ের কবরের পাশে মায়ের লাশ দাফন

মো. জাকির হোসেন
ডিসেম্বর ৩০, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
পঠিত: 131 বার
Link Copied!

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া চৌরাস্তা গ্রামের যমজ দুই নাতি লামিয়া সামিয়ার কবরের পাশে তার মা শিমু আক্তারের লাশ দাফন করা হয়।

লঞ্চ দুর্ঘটনায় অগ্নিকান্ডে যমজ দুই বোন লামিয়া সামিয়া নিহতের ৬ দিন পর মঙ্গলবার সুগন্ধা নদী থেকে তাদেরর মা শিমু আক্তারের লাশ উদ্ধার করে বুধবার সকালে বাবা আজিজ হাওলাদারের বাড়িতে দাফন করা হয়।

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনার তালতলী উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের আগাপাড়া চৌরাস্তা গ্রামের আজিজ হাওলাদারের দুই যজম নাতি লামিয়া ও সামিয় (৫) আগুনে পুরে মারা যাওয়ার পর তাদের লাশ দাফন করা হয় নানা আজিজ হাওলাদারের বাড়িতে।এসময় নিখোঁজ ছিল তাদের মা শিমু আক্তার (২৫)।

আগুনে পুরে গুরুতর আহত হয় শিমুর মা দুলু বেগম। লঞ্চ দুর্ঘটনার নিখোঁজের ৬ দিন পর বুধবার সুগন্ধা নদীতে শিমুর লাশ ভেসে উঠার পর তার পরিচয় নিশ্চিত হওয়ার বুধবার (২৯ ডিসেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসন শিমুর ভাই হান্নান হাওলাদারের নিকট লাশটি হস্তান্তর করেন।

বৃহস্পতিবার সকালে বাবা আজিজ হাওলাদারের বাড়িতে যমজ দুই মেয়ে লামিয়া সামিয়ার কবরের পাশেই অর্ধগলিশ মা শিমুর লাশ দাফন করা হয়। লাশ দাফনে সময় বাবা আজিজ হওলাদার শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল। ওই বাড়িতে কোন শোকের মাতম নেই। কারন লঞ্চ দুর্ঘটনায় আজিজ হওলাদারের দুই নাতি এবং মেয়ে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন এবং গুরুতর আহত হয়ে তার স্ত্রী দুলু বেগম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজিজ হাওলাদারে বার বার ডুকরে কেঁদে উঠে বলেন, মোর দুইডা নাতীর লাশ দাফন অইছে কয়দিন আগে। আইজগো আইছেন মোর মাইয়ার লাশ। বউ হাসপাতালে পুইর‌্যা ভর্তি আছে। এহন মুই কুম্মে যামু কি হরমু। ও আল্লা মোরে বাঁচাও। আল্লায় কি বিচার করলো মোর সব শ্যাষ কইর‌্যা দেছে।

সিমুর ভাই হান্নান বলেন, হগল দিন বুইনের লাশের খোঁজখবর নিতে ঝালকাঠি সেই ঘটনাস্থলে যাই। গতকাল জানতে পারি দুইটি মহিলার লাশ উদ্ধার করা হইছে। খবর পাইয়া যাইয়া দেহি মোর বুইনের লাশটা মাডিতে পইর‌্যা অছে। তয় শরীরের অনেক জায়গা গইল্যা গ্যাছে। হের পরও চিনতে পারি। ডিসি স্যারের কাছে মোর বুইনের সব কিছু জানাইলে হেরা আমারে লাশ দিয়া দেয়।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন বলেন, নিহতদের পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আর যেহেতু আব্দুল আজিজ হতদরিদ্র তাই তাকে একটি সরকারী ঘরের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।