ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫
আজকের সর্বশেষ সবখবর

শীতার্তদের কম্বল দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি, বামনা
জানুয়ারি ২৯, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
পঠিত: 137 বার
Link Copied!

তীব্র শীতে ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে ছাত্রলীগ। নিজ অর্থায়নে শতাধিক দুস্থদের মাঝে এসব কম্বল বিতরন করেন বমনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন।

শনিবার (২৯ জানুয়ারী) দুপুরে বামনার উত্তর কাকচিড়া বাজারে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

ছাত্রলীগ নেতা আল আমিন বলেন, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। উত্তর কাকচিড়া এলাকা নদী তীরবর্তী হওয়ায় শীতের প্রকোপ আরও বেশী। তাই স্থানীয় অসহায়দের কথা চিন্তা করে আমি নিজ অর্থায়নে সাধ্যমত তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, ছাত্রলীগ মানেই মানবতার ফেরিওয়ালা। আলআমিনের এমন উদ্যোগ জেলা ছাত্রলীগের জন্য অহংকার। পরবর্তীতে তার এমন মানবিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা করবে বরগুনা জেলা ছাত্রলীগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।