তীব্র শীতে ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে ছাত্রলীগ। নিজ অর্থায়নে শতাধিক দুস্থদের মাঝে এসব কম্বল বিতরন করেন বমনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন।
শনিবার (২৯ জানুয়ারী) দুপুরে বামনার উত্তর কাকচিড়া বাজারে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
ছাত্রলীগ নেতা আল আমিন বলেন, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। উত্তর কাকচিড়া এলাকা নদী তীরবর্তী হওয়ায় শীতের প্রকোপ আরও বেশী। তাই স্থানীয় অসহায়দের কথা চিন্তা করে আমি নিজ অর্থায়নে সাধ্যমত তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।
জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, ছাত্রলীগ মানেই মানবতার ফেরিওয়ালা। আলআমিনের এমন উদ্যোগ জেলা ছাত্রলীগের জন্য অহংকার। পরবর্তীতে তার এমন মানবিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা করবে বরগুনা জেলা ছাত্রলীগ।