ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

রাইট টু গ্রো প্রকল্পের অবহিতকরণ সভা

তালতলী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
পঠিত: 297 বার
Link Copied!

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী উদ্যোগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রাইট টু গ্রো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মাস্টার।

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. আল মামুন।

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর কার্যক্রম ও রাইট টু গ্রো প্রকল্প সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।

পরবর্তীতে সভায় সকল অংশগ্রহণকারী মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।

পাঁচ বছরব্যাপী চলমান এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, কর্ম এলাকার ৫ বছর কম বয়সী সকল শিশুদের পুষ্টি সমৃদ্ধ হিসাবে গড়ে তোলা। প্রকল্পটি বরগুনা জেলার তালতলী উপজেলায় সাতটি ইউনিয়নে বাস্তবায়িত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।