ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ

বেতাগী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
পঠিত: 153 বার
Link Copied!

বেতাগীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মৎস্য আইন বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

রবিবার (২২ ফ্রেব্রুয়ারি ) বিকেল সারে ৫ টায় সম্পন্ন হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এর আগে সকাল এগারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো: আনিছুর রহমান তালুকদার, বেতাগী পৌরসভার মেয়র  এবিএম গোলাম কবির, প্রকল্প পরিচালক এমএস আশিকুর রহমান, জেলা মৎস্য অফিসার বিশ্বজিত কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গাফফার, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার।

প্রশিক্ষণে উপজেলার নিবন্ধনকৃত ২৫ জন জেলে অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।