ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে নারী গ্রেফতার

জাহাঙ্গীর কবির মৃধা
জুন ৯, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ
পঠিত: 340 বার
Link Copied!

বরগুনায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় আদালত মামলা থেকে ওই শিক্ষকে অব্যাহতি দেন। তবে হয়রানির প্রতিকার দাবি করে ওই নারীর বিরুদ্ধে মামলা করেন মাদ্রাসা শিক্ষক এনামুল হক।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে মামলার আসামি তানিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

তানিয়া আক্তার বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনা মিয়ার মেয়ে।

জানা যায়, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের এনামুল হক একই ইউনিয়নের তানিয়া আক্তারের পৈত্তিক জমি কবলা সূত্রে ভোগ করেন। কিন্তু তানিয়ার পরিবার জমি সঠিকভাবে বুঝিয়ে না দেয়ায় বরগুনা আদালতে একটি বন্টন মামলা করেন এনামুল হকের পরিবার।

জমি জমার এসব বিবাদের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে গণধর্ষণ মামলা করেন তানিয়া আক্তার।

আদালত তানিয়া আক্তারের ওই মামলা থেকে এনামুল হককে অব্যহতি দেয়। তবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিকার দাবি করে তানিয়ার আক্তারের বিরুদ্ধে মামলা করেন এনামুল হক।

এদিকে, বাদী এনামুল হক জানান, তানিয়ার স্বজনরা মামলা তুলে নিতে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।