ঢাকারবিবার, ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

মা হলেন ধর্ষণের শিকার পাথরঘাটায় সেই প্রতিবন্ধী

পাথরঘাটা প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ণ
পঠিত: 152 বার
Link Copied!

পাথরঘাটায় ধর্ষণের শিকার ১৪ বছরের এক মানসিক প্রতিবন্ধীর কোলে একটি ফুটফুটে কন্যা শিশু সন্তানের জন্ম হয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সন্তানটিকে জন্ম দেয় ধর্ষণের শিকার সেই মানসিক ভারসাম্যহীন মেয়েটি।

এর আগে চলতি বছরের মার্চ মাসের ৫ তারিখ মেয়েটি উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে খলিলুর রহমানের দ্বারা ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। মেয়েটি একই গ্রামের বাসিন্দা।

এ নিয়ে গত সেপ্টেম্বরের ৪ তারিখ পাথরঘাটা থানায় মামলা করেন মেয়েটির মা।

মেয়েটির বড় ভাই জানান, মামলার পর আসামি গ্রেফতারে পুলিশের কোনো তৎপরতা নেই। আমরা দিনমজুর বলে ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আইনি সহযোগিতা পাইনি।এদিকে সদ্য জন্ম নেয়া শিশু ও তার মা এর শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মরিয়ম বেগম।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মেহেদী হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি পুষ্টি ও হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম। এছাড়াও মেয়েটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় নানা সমস্যা রয়েছে। তাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেই। তবে পরিবারটি এতোই অসচ্ছল যে একটি রিক্সা ভাড়া অন্যের থেকে চেয়ে আনতে হয়েছে। তাই এখানে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে ভিকটিম একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এ ঘটনার মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।