বরগুনায় মালিকের জমি দখল করা নিয়ে ভাড়াটিয়াদের সাথে সংঘর্ষে মালিকসহ দু’জন আহত হয়েছে। স্থানীয়রা ৯৯৯ এ বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে।
সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে সদর বরগুনার বড়ইতলা ফেরীঘাট সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন এঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলিটেকনিক কলেজ সংলগ্ন মশিউর রহমান খোকনের জমিতে ভাড়াটিয়া হাবিব মোল্লা জোরপূর্বক জমি দখল করে লোকজন নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করে। এতে খোকন ও তার বোন বাঁধা দিলে তাদের সাথে হাবিব, তার স্ত্রী রেবা ও তাদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা ৯৯৯ এ বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় খোকন (৪৫) ও তার বোন ফাতেমা বেগমকে (৫১) উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আহত খোকন বলেন, হাবিব ও তার স্ত্রী রেবা মাদক কারবারসহ নানা ধরনের অসামাজিক ও অনৈতিক কাজের সাথে জড়িত। জোরপূর্বক তারা জমি দখল করে ঘর তোলার চেষ্টা করেছে। এতে বাঁধা দিতে গেলে আমি ও আমার বোন হামলার শিকার হয়েছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত হাবিব ও তার স্ত্রী রেবাকে পাওয়া যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।