ঢাকাশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৫
আজকের সর্বশেষ সবখবর

মদ খেয়ে স্কুলে মারামারি, ৭ম শ্রেণির ছাত্র বহিষ্কার

তালতলী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১২:৪৩ পূর্বাহ্ণ
পঠিত: 219 বার
Link Copied!

মদ্যপ অবস্থায় ক্লাসে এসে মারামারি করার অভিযোগে বরগুনার তালতলীর লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করে ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে বিকালে একটি নোটিশও দেয়া হয়েছে।

এ বিষয়ে বহিস্কৃত ওই শিক্ষার্থী ও তার অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হায়দার বলেন, মদপান করে আজ দুপুরে ওই ছাত্র ক্লাসে এসে আরেক ছাত্রকে মারধর করেচ। এছাড়া তাকে ক্যাম্পাসে ধূমপান করতেও দেখা যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার মা এবং বড় ভাইকে ডেকে এনে বিষয়টি অবগত করা হয়। পরে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।