বরগুনা জেলাসহ উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (০২ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
প্রতিপাদ্য বিষয় “মুজিবর্ষের অঙ্গীকার, ভোট আমার অধিকার” আলোচনায় অংশগ্রহন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, জেলা আওয়ামী লিগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনায় বক্তারা বলেন, ভোট আমার অধিকার কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আজ ভোটের অধিকার নিশ্চিত করতে আজও পারিনি। স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত জনগন সঠিক ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনা। এ অবস্থা কতোদিন চলবে আমরা জানিনা। তবে আল্লাহর কাছে নিবেদন আমরা যেন আমাদের ভোট দিতে পারি।