ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১১:২১
আজকের সর্বশেষ সবখবর

ভুল নম্বরে বাবার চিকিৎসার টাকা, উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ বাবার চিকিৎসার জন্য তড়িঘড়ি করে বিশ হাজার টাকা ভাইয়ের কাছে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে পাঠিয়েছিলেন বরগুনা সদরের পরীরখাল এলাকার মহাসিন মীর। কিন্তু পাঠানোর সময় অসতর্কতাবশত ওই টাকা চলে যায় নাটোরের সিংড়া এলাকার এক ব্যাক্তির নম্বরে। যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তিনি নম্বরটি বন্ধ করে ফেলেন। পরে এ বিষয়ে ভুক্তভোগী মহসিন মীর বরগুনা সদর থানায় একটি সাধারণ ডাইরী করলে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পুরো টাকাই উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত অর্থের প্রকৃত মালিক মহসিন মীরকে রবিবার বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানের উপস্থিতিতে ওই টাকা ফিরিয়েও দিয়েছে পুলিশ। এবিষয়ে বরগুনা জেলা পুলিশ নামে এক ফেসবুক আইডিতে একটি পোস্টও করা হয়েছে এবং সেখানে স্থানীয় নাগরিকরা কমেন্ট করে পুলিশের প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন। টাকা ফিরে পেয়ে মহাসিন মীর বলেন, ‘বাবা অসুস্থ ছিল। তাই তার চিকিৎসার জন্য তড়িঘড়ি করে বিশ হাজার টাকা ভাইয়ের কাছে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে পাঠিয়েছিলাম। কিন্তু তা ভুলে অন্য ব্যক্তির নম্বরে চলে যায় এবং ফেরত চাইলে নম্বরটি বন্ধ করে রাখে।’ভেবেছিলাম টাকাটা আর ফেরত পাবো না। কিন্তু বরগুনা থানা পুলিশকে বিষয়টি জানালে তারা প্রযুক্তি ব্যবহার করে পুরো টাকাই উদ্ধার করে দিয়েছে। পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘ভুক্তভোগী মহসিন মীর থানায় সাধারণ ডায়েরি করলে তদন্ত কর্মকর্তা এসআই মারুফ আহমেদ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত টাকা উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত অর্থের প্রকৃত মালিককে রবিবার ওই টাকা ফিরিয়ে দেয়া হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।