ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখীনী

বায়েজীদ খান
এপ্রিল ২৫, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
পঠিত: 156 বার
Link Copied!

ওহে বৈশাখীনী!
তোমার কোলেই যেন সিক্ত মোরা।
করো নিঃসংকোচে ধারাপাত-
জড়াও নতুন করে সবুজের মায়ায়।

স্নিগ্ধ বারি ফোঁটা ছুঁইয়ে দাও মোদের সর্বাঙ্গে।
মিষ্টি জলে মিটাও তৃষ্ণা, অবগাহনের দাও সুযোগ।
বাংলার কৃষক, মাঠ-ঘাট,খাল-বিল,সোনার ফসল যে-
শুধু তোমার একটু পরশের অপেক্ষায়।

ওহে কালবৈশাখীনী!!
তুমি যে আজ মেতেছো ধ্বংসলীলায়!
তবু তোমার ওই ধ্বংসলীলা করে বিলীন,
মোদের দাও শুধু কয়েক ফোঁটা বারি।
খাল-বিল-পুকুর করো পূর্ণ।

ওহে বর্ষণধারা!!
আজ বর্ষে প্রথম তোমার আগমন। স্বাগত তোমায়।
তোমার স্নিগ্ধ মায়ায় জড়িয়ে মোদের,
করো না আর পিয়াসী।
তবে যে তোমাতে হবো আসক্ত।
কিছুতেই যে দমবে না আসক্তি।

ওহে বারিধারা! পুনরায় স্বাগত তোমায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।