ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
আজকের সর্বশেষ সবখবর

বেতাগী প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক মহসিন

বেতাগী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
পঠিত: 170 বার
Link Copied!

বেতাগী প্রেসক্লাব নির্বাচনে দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি মহসীন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৭ ফ্রেরুয়ারি ) সকাল সারে ১১টায় প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় ‘২০২২ সালের সাধারণ সভা ও শেষে ২০২২ সালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ও অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু। কমিশনের অপর দুই সদস্য ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ ও বেতাগী প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রভাষক আবুল বাসার খান। পর্যবেক্ষক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ খবরের বরগুনা প্রতিনিধি হাফিজুর রহমান। সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন সাধরণ সম্পাদক লায়ন শামীম সিকদার।
নির্বাচনে দৈনিক যায়যায়দিন’র বেতাগী প্রতিনিধি লায়ন মো. শামীম সিকদার সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সংবাদ প্রতিদিন’র বেতাগী প্রতিনিধি আব্দুর রহিম সিকদার যুগ্ম সম্পাদক, দৈনিক মানবকন্ঠ’র বেতাগী প্রতিনিধি আব্দুল কাইউম সিকদার অর্থ সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন’র বেতাগী প্রতিনিধি অলি আহম্মেদ দপ্তর ও পাঠাগার সম্পাদক, সাপ্তাহিক বিষখালী’র বেতাগী প্রতিনিধি নিপু রানী দাস তথ্য ও গবেষনা সম্পাদক ও দৈনিক ভোরের পাতা ও দি নিউনেশন’র বেতাগী প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু সিনিয় সদস্য নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত এই কমিটি ২০২২ সালের জন্য বেতাগী প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।