ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীর দুই মাদক ব্যবসায়ী বরিশালে গ্রেফতার

বেতাগী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
পঠিত: 158 বার
Link Copied!

বরিশালের কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) রাতে আধা কেজি গাঁজাসহ স্বপন (৩২) ও মো. সজিব (২৫) সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় মো. রাকিব সিকদার নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় । গ্রেফতারকৃতদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। তাদের বিরুদ্ধে বরিশালে কোতোয়ালি থানায় মামলায় মাদক আইনে মামলা হয়েছে। কোতোয়ালি থানা জানা গেছে, আটককৃত মাদক ব্যাবসায়ীরা বরগুনার বেতাগী উপজেলার চিহ্নিত মাদক কারবারি। উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেও ইউপি সদস্য বশির আলম পলাশের (৩৬) পৃষ্টপোষকতায় দীর্ঘদিন যাবৎ মাদকসহ এলাকায় বিভিন্ন অপরাধের সাথে এরা জড়িত। গ্রেফতারকৃতদের মূল পৃষ্টপোষক ইউপি সদস্য পলাশের নামে বেতাগী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি বলেন, গ্রেফতারকৃতরা বরিশাল থেকে ইউপি সদস্য পলাশের নেতৃত্বে মাদকের চালান আনা নেয়া করে। তাদের কারণে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। বরিশাল কোতোয়ালি থানার ডিউটি অফিসার রিয়াজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আধা কেজি গাঁজাসহ স্বপন (৩২) ও মো. সজিব (২৫) সহ দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওপিল সাহা জানান, গ্রেফতারকৃতরা কোনো বড় মাদক চক্রের সাথে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।