বেতাগীতে মুখ ও বধির উন্নয়ন সংঘ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে শুক্রবার আছরবাদ বেতাগী পৌর শহরের কালিবাড়ি রোডস্থ ড্রেস কিং টেইলার্সে সংগঠনের অস্থায়ী কার্যালয় মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
বধির মাহমুদ হাসান লাভলু‘র সভাপতিত্বে ও দোভাষী মুহাম্মদ মেহেদী শাহজাদার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু।
বক্তব্য রাখেন, মুখ ও বধির উন্নয়ন সংঘের মো: জাহিদুল ইসলাম, রবিণ কর্মকার, মো: রাসেল, রবিউল, কামাল হোসেন সবুজ হাওলাদার ও খলিলুর রহামান।
এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন, বেতাগী বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ জোবায়ের আহম্মেদ ও ব্যবসায়ী মাওলানা আবদুস সালাম।
প্রতিবন্ধীদের বেঁচে থাকতে তাদের মৌলিক আধিকার প্রতিষ্ঠায় এবং মুখ ও বধিরদের মধ্যে যোগাযোগ ও উন্নয়নের জন্য এটি গঠন করা হয় বলে কমিটির একাধিক ব্যক্তি জানান।
অনুষ্ঠানে উপজেলার মধ্যে কারও পরিচিত মুখ ও বধির (যারা কথা বলতে পারেনা ও কানে শোনেনা এমন ছেলে বা মেয়ে থাকলে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সরাসরি কিংবা ০১৮৪৫২০৫২৮০ (মুঠোফোনে) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।