ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩
আজকের সর্বশেষ সবখবর

বিষখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
পঠিত: 167 বার
Link Copied!

বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১ হাজার৩ পিচ ইয়াবাসহ মো. রুস্তুম (৪৩) নামের এক মাদক ব্যসায়ীকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

শনিবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করেছেন তারা।

এর আগে শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক রুস্তুম পাথরঘাটা পৌর শহরের বড়ইতলা এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হাররু-অর রশীদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে তল্লাশি করে ১০০৩ পিস ইয়াবা, একটি দেশীয় ত্রিসুল (টেটা) ও ৫শ মিটার ফিসিং নেটসহ সহ তাকে আটক করা হয়।

আটক রুস্তুমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।