পাথরঘাটায় এক প্রবাসীর বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে এক তালাক নারী।
শনিবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো.আবুল বাশার।
এর আগে শুক্রবার সকাল-১১টা থেকে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের আলতাফ চৌকিদারের ছেলে কূয়েত প্রবাসি হাসান চৌকিদারের বাড়িতে এই অনশনের ঘটনা ঘটে।
বিয়ের দাবিতে অনশনরত তালাক প্রাপ্ত সোনিয়া’র (৩৫) বাড়ি পিরোজপুর জেলার বাদুড়িয়া গ্রামে বলে জানা গেছে।
পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন তালাক প্রাপ্ত নারী ওই বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে এরকম একটি খবর আমি পেয়েছি।
উল্লেখ্য, সম্প্রতি জামালপুরের এক তরুণী বরগুনার চান্দখালীতে একইভাবে বিয়ের দাবিতে অনশন করতে এসে জেলহাজতে গেছেন। একটি সূত্র বলছে , ইদানিং অনেক মেয়ে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলছেন। এরপরে ছেলেদেরকে ব্লাকমাইলিং করে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন।