ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:২০
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দাবিতে পাথরঘাটায় তরুনীর অনশন!

অমল তালুকদার
মে ১৪, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

পাথরঘাটায় এক প্রবাসীর বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে এক তালাক নারী।

শনিবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো.আবুল বাশার।

এর আগে শুক্রবার সকাল-১১টা থেকে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের আলতাফ চৌকিদারের ছেলে কূয়েত প্রবাসি হাসান চৌকিদারের বাড়িতে এই অনশনের ঘটনা ঘটে।

বিয়ের দাবিতে অনশনরত তালাক প্রাপ্ত সোনিয়া’র (৩৫) বাড়ি পিরোজপুর জেলার বাদুড়িয়া গ্রামে বলে জানা গেছে।

পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন তালাক প্রাপ্ত নারী ওই বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে এরকম একটি খবর আমি পেয়েছি।

উল্লেখ্য, সম্প্রতি জামালপুরের এক তরুণী বরগুনার চান্দখালীতে একইভাবে বিয়ের দাবিতে অনশন করতে এসে জেলহাজতে গেছেন। একটি সূত্র বলছে , ইদানিং অনেক মেয়ে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলছেন। এরপরে ছেলেদেরকে ব্লাকমাইলিং করে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।