বামনায় শনিবার বিকালে পোটকাখালী গ্রাম থেকে মোঃ মাইদুল ইসলাম তমাল (৩৩) কে ১০ গ্রাম গাঁজাসহ বামনা থানার এস আই মোঃ রজ্জব আলীর নেতৃত্বে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায় উপজেলার পোটকাখালী গ্রামের তারিক হোসেন তালুকদার ছেলে মোঃ মাইদুল ইসলাম তমাল তার বাড়ীর পূর্ব পাশে বসে দক্ষিণ আমতলী গ্রামের মৃত সিরাজুল হক নাজিরের ছেলে সোহাগ নাজির কাছে গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তমালকে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। ক্রেতা সোহাগ নাজির ৫ গ্রাম গাঁজা ফেলে রেখে পালিয়ে যায়।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশিরুল আলম জানান তমাল ও সোহাগের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।