ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
আজকের সর্বশেষ সবখবর

বামনায় সুলতানা নাদিরার ঈদ শুভেচ্ছা উপহার

কাজী রাকিব
এপ্রিল ৩০, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
পঠিত: 109 বার
Link Copied!

বরগুনার বামনা উপজেলা আওয়ামীলীগের তৃনমূল নেতৃবৃন্দের সাথে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা সুলতানা এমপি ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করছেন।

শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমূখ।

সংসদ সুলতানা নাদিরা বলেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার ব্যক্তিগত তহবিল থেকে এ শুভেচ্ছা উপহার দিয়েছেন তিনি। এছাড়াও বরগুনা-২ আসনের পাথরঘাটা ও বেতাগী উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা উপহার দিবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।