বরগুনার বামনা উপজেলায় বেরসকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১২মে) সকালে সকাল ১০ টায় বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসা হল রুমে বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস আলীকে সভাপতি ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জিকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। উপজেলা ব্যাপী সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহসীন কবীর, সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. ইউনুস আলী, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, রামনা শের ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সহ উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।