ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১
আজকের সর্বশেষ সবখবর

বামনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাসুদ রেজা ফয়সাল
মে ২৬, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
পঠিত: 232 বার
Link Copied!

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন। নিহত ওই কৃষকের নাম মো. আব্দুল মালেক(৪৫)। তিনি বুকাবুনিয়া গ্রামের মৃত্যু মহব্বত আলীর ছেলে।

আজ (২৬ মে) বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় বাড়ীর সামনে কলাবাগানে কাজ করার সময় তিনি বজ্রপাতে নিহত হন।
নিহতের স্বজনরা জানায়, বাড়ীর সামনে কলাবাগানে কলাগাছ লাগানোর জন্য দুপুরের দিকে তিনি ঘর থেকে বের হন। তখন বাহিরে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ আকাশে মেঘের গর্জন সৃষ্টি হয়। কিছু সময় পরে কলাবাগানে তার মরদেহ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার মতোন ক্ষত রয়েছে এছাড়াও কলাবাগানের অনেক গাছের পাতা পুড়ে গেছে।

এঘটনায় বামনা থানার অফিসার ইন চার্জ বলেন, বামনা থানা পুলিশ বজ্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছেন। পরিবারের ও স্থানীয়দের উপস্থিতিতে লাশটি দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।