বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন। নিহত ওই কৃষকের নাম মো. আব্দুল মালেক(৪৫)। তিনি বুকাবুনিয়া গ্রামের মৃত্যু মহব্বত আলীর ছেলে।
আজ (২৬ মে) বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় বাড়ীর সামনে কলাবাগানে কাজ করার সময় তিনি বজ্রপাতে নিহত হন।
নিহতের স্বজনরা জানায়, বাড়ীর সামনে কলাবাগানে কলাগাছ লাগানোর জন্য দুপুরের দিকে তিনি ঘর থেকে বের হন। তখন বাহিরে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ আকাশে মেঘের গর্জন সৃষ্টি হয়। কিছু সময় পরে কলাবাগানে তার মরদেহ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার মতোন ক্ষত রয়েছে এছাড়াও কলাবাগানের অনেক গাছের পাতা পুড়ে গেছে।
এঘটনায় বামনা থানার অফিসার ইন চার্জ বলেন, বামনা থানা পুলিশ বজ্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছেন। পরিবারের ও স্থানীয়দের উপস্থিতিতে লাশটি দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।