শিশুদের দ্বারা পরিচালিত শিশুদের সংগঠন এনসিটিএফ এর বামনা উপজেলা কমিটির সাধারণ সভা ও নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত।
বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় বামনা উপজেলা এনসিটিএফ সভাপতি ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক এবং সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
সভাটি সঞ্চালনা করেন বরগুনা সদর উপজেলা এনসিটিএফ এর ভলান্টিয়ার সজীব হোসেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি এ সভার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুদের ভোটে এগারো সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিতরা হলো- সভাপতি ইনসানা রহমান তাজ্জি, সহ-সভাপতি দোলন দেব বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইসা, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম রিমন, সাংগঠনিক সম্পাদক তিন্নি আক্তার, শিশু সাংসদ মোসাঃ সাকিরা ও মোঃ জিসান চৌধুরী আরাফ, শিশু সাংবাদিক মুআফী মুত্বীখান বুশরা ও মোঃ তানবির হোসেন। শিশু গবেষক সারথি আক্তার ক মোহাইমিনুল ইসলাম।
নির্বাচন শেষে সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সিবিডিপি বরগুনার ছটি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে শিশু অধিকার বাস্তবায়ন এবং শিশু সুরক্ষা নিয়ে কাজ করছে।