যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের আওতায় জেলা ক্রীড়া অফিস বরগুনার ব্যবস্থাপনায় বামনায় স্কুল পর্যায় ছাত্রদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বামনা হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্রদের ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৬টি প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বরগুনা জেলা ক্রীড়া অফিসার নরেশ চন্দ্র গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় ১৪-১০ পয়েন্টে জাফরাখালী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক পরিমল চন্দ্র দাস। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ, প্রচুর ক্রীড়ামোধী দর্শক ও অভিবাবক উপস্থিত ছিলেন।