ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন’

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ
পঠিত: 98 বার
Link Copied!

ঢাকা: ‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন। তাদের ঋনের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী।

ড. মোমেন এক প্যানেল আলোচনায় বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে। এখানে মানুষের মধ্যে উন্নত জীবনের আকাঙ্ক্ষাও দিন দিন বাড়ছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক দেশই বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে উন্নতি করছে। আর এ জন্য দরকার অবকাঠামো উন্নয়ন। তবে, আমাদের কাছে অনেক টাকা নেই। আমাদের প্রযুক্তিও নেই। সে কারণে আমরা জনগণের চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের পাশে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে। বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে। ভারতও আমাদের ঋণ দিয়েছে। আমি এই দুই দেশের প্রতি কৃতজ্ঞ। অপর দিকে চীন টাকার বস্তা নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছে। তাদের ঋণ প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে৷ আমরা এখন কী করতে পারি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন। সে কারণে এখানে বিদেশি সহযোগিতাও প্রয়োজন। তবে, আমাদের প্রয়োজনে বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি থেকেই অধিকাংশ ঋণ নিয়েছি। উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি। এ বিষয়ে তিনি সেখানের অতিথি বক্তাদের পরামর্শও চান। ’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।