ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৮, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
পঠিত: 101 বার
Link Copied!

বরগুনা প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মিলিত হন নবাগত বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ।

প্রেসক্লাবের সভাপতি সঞ্জিব দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময় করেন সাবেক সভাপতি চীত্ত রঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, জহিরুল হাসান বাদশা, মনির হোসেন কামাল, জাফর হাওলাদার, অ‍্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, রেজাউল ইসলাম টিটু, ফেরদৌস খান ইমন, মালেক মিঠু, সাইফুল ইসলাম মিরাজ, শাহ আলী প্রমুখ।

এ সময় বরগুনা শহরে সম্প্রতি ব‍্যপক চুরি বৃদ্ধি পাওয়ায় চোর ছিনতাইকারীর প্রতিরোধ করার আহবান জানান বরগুনা প্রেসক্লাবের সদস‍্যগন।

নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতায় অপরাধ নির্মূলে কাজ করা হবে।

এসময় অফিসার ইনচার্জের সাথে উপস্থিত ছিলেন সদর থানার সেকেন্ড অফিসার এস আই জাহিদ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।