জাতীয় শিক্ষা সপ্তাহে বরগুনার বেতাগী টেকনিক্যল অ্যান্ড বিজনেস ম্যানেজমন্ট কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও বেতাগী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লায়ন মো. শামীম সিকদার বরগুনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ মে) জেলা পর্যায়ে বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষনা করেন।
জেলা প্রশাসক হাবিবুর রহমান’র সভাপতিত্বে বাছাই কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ২০১৮ এবং ২০১৯ সালেও জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এবার নিয়ে তিনি পরপর তিন বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন।
আগামী ৩০ মে বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।