ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪১
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ১১ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ২:৩২ পূর্বাহ্ণ
পঠিত: 1431 বার
Link Copied!

বরগুনায় জুয়া খেলার অভিযোগে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরগুনা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না এলাকা থেকে রাত ১২ টায় ওই ১১ জনকে প্রথমে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- অমল চন্দ্র, জামাল, জাকির, আসলাম খান, সুজন মল্লিক, মেজবাহ উদ্দিন, আল কাইউম, খোকন খান, জসিম, সাইফুল ও আল-আমিন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫ প্যাকেট তাস, জুয়া খেলার ৬টি গুটি,  নগদ অর্থ ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ টাকা, একটি লাল রঙের পালসার মোটরসাইকেল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

রবিবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।