ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:১১
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় মুক্তিযুদ্ধ বিষয়ক লাইব্রেরী উদ্বোধন

আমতলী প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
পঠিত: 198 বার
Link Copied!

বরগুনার আমতলীতে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বেসরকারী সংস্থা এনএসএস ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ আমতলী এপির সহযোগিতা এ লাইব্রেরি চালু করা হয়।

সকাল ১০টায় আমতলী পৌরসভার বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান।

প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্ল্ডভিশন আমতলী এপির ম্যানেজার উত্তম দাস, নারী কাউন্সিলর মাকসুদা বেগম, মৃদুল সরকার, গ্লোরি বারিকদার প্রমুখ।

সকাল ১১ টায় উপজেলার সেকান্দার খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ার্ল্ডভিশন আমতলী এপি টিম লিডার উত্তম কুমার দাস। অনুষ্ঠানের সভাপত্বি করেন প্রধান শিক্ষক লাইজু বেগম।

লাইব্রেরি দুটিতে মুক্তিযুদ্ধ, শিশুতোষ, আইটি বিষয়ক ২লক্ষ ১০ হাজার টাকার বই ও আসবাবপত্র প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।