ঢাকাশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় মহিলাদের নামাজের জন্য প্রথম মসজিদ

দৈনিক সৈকত সংবাদ
ফেব্রুয়ারি ১০, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
পঠিত: 182 বার
Link Copied!

বরগুনার বঙ্গবন্ধু সড়কে মহিলা মসজিদের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা মসজিদের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান এবং বরগুনা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিয়া শারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবীর।

মহিলা মসজিদটি আলহাজ্ব জাহাঙ্গীর কবীরের প্রায়াত স্ত্রী মোসাঃ ইয়াসমিন কবীরের নামে প্রতিষ্ঠিত করা হয়েছে।

বরগুনা জেলায় মহিলাদের জামায়াতে নামাজ পড়ার জন্য প্রথমবারের মতো এই মসজিদটি নির্মাণ হল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।