জেলা প্রশাসনের আয়োজনে বরগুনায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কালেক্টরেট ভবনের সামনে থেকে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে একটি র্যালি শুরু হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদের সভাপত্বি সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ ফজলুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বেসরকারি উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।