বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান (অতিরিক্ত সচিব) এর সাথে বরগুনার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বরগুনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান।
আলোচনা করেন, পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক, সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, পৌর মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস।
সভায় বরগুনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়।