ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:১২
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
পঠিত: 87 বার
Link Copied!

বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান (অতিরিক্ত সচিব) এর সাথে বরগুনার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বরগুনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান।

আলোচনা করেন, পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক, সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, পৌর মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস।

সভায় বরগুনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।