ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
পঠিত: 176 বার
Link Copied!

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জলিল (৩২) নামে এক যুবককের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

তিনি জানান, বুধবার সকালে বরগুনা পৌর শহরের আমতলারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জলিল বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের কাউনিয়া এলাকার শামসু হাওলাদারের ছেলে।

জলিল পেশায় দিনমজুর ছিলেন এবং বরগুনা পৌর শহরের আমতলারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার সকালে আমতলারপাড় এলাকার ভাড়া বাসায় পুকুর থেকে পানি উঠানোর জন্য পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে জলিল বিদুৎপিষ্ট হন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কমর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বরগুনার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।